রাউজান পৌর মেয়রের সাথে কিশোর ফুটবল দলের সাক্ষাৎ

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:২৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার সিক্স এ সাইট এর ব্যানারে একদল কিশোর ফুটবল খোলোয়াড় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে সাক্ষাৎ করে পৌরসভার পৃষ্ঠপোষকতায় একটি দল গঠনের অনুরোধ জানিয়েছেন। গত শুক্রবার প্রতিভাবান এই কিশোর দল মেয়রকে বলেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানের ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ করতে অনেক কিছু করেছেন তাতে সকল ক্রীড়ামোদি মানুষ সন্তুষ্ট। এখন তারা চান পৌরসভার পৃষ্ঠপোষকতায় খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা হোক। কিশোর দলের প্রস্তাব বিবেচনা করা হবে বলে মেয়র জানান। এসময় উপস্থিত ছিলেন দিপলু দে দিপু, মোহাম্মদ রকি, মোহাম্মদ এসকান্দর, নয়ন,রবি, সেকান্দর, বোরহান, আলীম, মারুফ,মামুন শাহীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবলে পাতানো ম্যাচ !
পরবর্তী নিবন্ধআ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান