রাউজান পৌর মেয়রের মতবিনিময়

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ আসন্ন শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা করেছে পৌরসভা পূজা উদযাপন কমিটির সাথে। পৌর মিলানায়তনে সভায় ভার্চ্যুয়ালী যোগদিয়ে পূজার্থীদের শারদ শুভেচ্ছা জানান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। অনিল কুমার ত্রিপুরায় সঞ্চালনায় অনুষ্ঠানে পূজার্থীরা জানায় এবার পৌরসভার আওতাধীন নয়টি ওয়ার্ডে ৫৮টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। সভাপতির বক্তব্যে মেয়র বলেন প্রতি বছরের মত যাতে উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা শেষ করা যায় সেদিকে লক্ষ্য রেখে সব প্রস্তুতি রাখা হয়েছে। তিনি সরকারি অনুদানের পাশাপাশি নিজের ব্যক্তিগত খাত থেকেও পৌর এলাকার মন্ডপ গুলোতে অনুদান দেয়ার ঘোষণা দেন।

গতকাল শনিবার অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, প্রদীপ শীল, অশোক পালিত, তপন দে, সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, জিকু দত্ত, ধীলন মুহুরী, উজ্জল দে, অনিক দাশ গুপ্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : পেয়ারুল ইসলাম
পরবর্তী নিবন্ধঅক্সিজেনে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা