রাউজান পৌরসভা আইএসও সনদ অর্জন সাফল্যের স্বীকৃতি

পাটের ব্যাগ বিতরণকালে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের গণমানুষের কন্যাণে কাজ করার মাঝে আমার স্বপ্নসাধনা। দেশের মধ্যে এই উপজেলাকে মর্যাদার আসনে বসাতে গিয়ে দীর্ঘ আড়াই যুগের বেশি সময় ঠিকমত রাতে ঘুমাতে পারিনি, দিতে পারিনি পরিবারকে সময়। নিজের শ্রমমেধা দিয়ে কাজ করে একে একে পূরণ করে চলেছি। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি থেকে রাউজানবাসীকে মুক্ত করেছি। এই উপজেলা ও পৌরসভাকে দেশের মধ্যে অনন্য মর্যাদার আসনে বসিয়েছি। আমাদের অনেক সাফল্যের মধ্যে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাউজান পৌরসভা আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সংস্থা আইএসও স্বীকৃতি অর্জন করেছে। গত ৪ ফেব্রয়ারি পৌরসভার আয়োজনে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী সমিতি ও গণপরিবহনে দৈনন্দিন সৃষ্ট ময়লা আবর্জনা সংরক্ষণে পরিবেশ বান্ধব পাটের তৈরী ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রীর যোগ্য বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে ফজলে করিম চৌধুরী এমপি তার মেধা ও শ্রমে রাউজান থেকে প্রধানমন্ত্রীর স্বপ্নের রঙ ফুটিয়ে তুলেছেন। সভাপতির বক্তব্যে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভার সব অর্জনের নেপথ্যের নায়ক রাউজানের গণমানুষের অভিভাবক ফজলে করিম এমপি।তাঁর পরামর্শ,সহায়তা ছাড়া কিছু করাই আমার পক্ষে সম্ভব নয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, শাহজান ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে নবীন বরণ
পরবর্তী নিবন্ধ৬ হাজার পরিবারে আখতারুজ্জামান বাবু ফাউন্ডেশনের কম্বল বিতরণ