রাউজান পৌরসভায় খোলা বাজারে চাল বিক্রি শুরু

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। ৬ ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি হবে। গতকাল রবিবার কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রতিজন মানুষ ৩০ টাকা করে কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, আবু সালেক, সাখাওয়াত হোসেন পিবলু, সাবের হোসেন, মোহাম্মদ মিজান প্রমুখ। গতকাল পৌরসভার ১, ৩, ৫ ও ৮নং ওয়ার্ডে চাল বিক্রি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় জরিমানা-টহল
পরবর্তী নিবন্ধতরুণদের স্বপ্ন দেখতে হবে : সুফি মিজান