রাউজান পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিক্রি শুরু

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

রাউজানে পৌরসভার বিভিন্ন হাটবাজারে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের উদ্যোগে নেওয়া এই কর্মসূচির অধীনে গত মঙ্গলবার মালামাল বিক্রি করেছে উপজেলা সদরের জলিলনগর, ফকিরহাট ও মুন্সিরঘাটায়।
বুধবার বিক্রি করা হয় গহিরার বিভিন্ন পয়ন্টে। মেয়র জমির উদ্দিনের উপস্থিতিতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে বিরূপ আবহাওয়ার মধ্যে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করেছে। এ সময় মেয়র বলেছেন, এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে তিনি এ কর্মসূচি হাতে নিয়েছেন।
এতে বিশেষ অতিথি ছিলেন আজাদীর সিনিয়র সহসম্পাদক খোরশেদ আলম। বক্তব্য রাখেন কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, সাবের হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডোজ ১১-তে থাকছে না প্রি-ইন্সটলড স্কাইপি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন