শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে রাউজানের খাদ্য বান্ধব ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। চাল বিতরণ করা হচ্ছে ৩০ টাকা কেজি দরে। গত বৃহস্পতিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার। অনুষ্ঠানে মেয়র বলেন সরকারের ওএমএস কর্মসূচি গরীব মানুষের জন্য সহায়ক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন সরকারের এই প্রকল্পে সারা দেশের মানুষ উপকৃত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাশ গুপ্ত, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।