রাউজান পৌরসভার সাবেক মেয়র বেবী চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী কাল

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার সাবেক মেয়র ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এ ত্যাগী নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবিদ হত্যাকারীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে চাকরিচ্যুত করতে হবে
পরবর্তী নিবন্ধবন্দরে এত বেশি ট্যারিফ বাড়ানোর কোনো যৌক্তিকতা দেখছি না