রাউজান পৌরসভার পরিবেশবান্ধব ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’কে মডেল প্রকল্প হিসেবে গ্রহণ করতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পৌরসভার কর্মসূচিকে কাজে লাগিয়ে করতে চায় আয়বর্ধক প্রকল্প। গত বৃহস্পতিবার দুপুরে জাইকা প্রতিনিধি দলের সাথে সিডিএ মাস্টার প্ল্যান প্রকল্পের কর্মকর্তাগণ রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় পরিচালিত ময়লা আবর্জনা প্রক্রিয়াজাত করে ব্ল্যাক সোলজার ফ্লাই প্ল্যান্ট ও প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্প পরিদর্শন করতে আসেন। তখন সিডিএ কর্মকর্তারা এই পরিকল্পনার কথা বলেন। এদিন জাইকার প্রতিনিধি দলের সাথে রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্পসমূহের সম্ভব্যতা দেখতে আসেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, জাইকা কন্ট্রাক্টর এক্সপার্ট কুরিহারা ইউসুফেসহ একটি টিম। সাথে ছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার অফিসের প্রোগ্রাম কো আর্ডিনেটর কাশফিয়া তাবাসসুম, পরিবেশ বিশেষজ্ঞ আনজুমান আরা রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান প্রজেক্টের সহকারী প্রকৌশলী এস.এম মাহির নেওয়াজ। প্রতিনিধি দলটিকে পৌরসভায় স্বাগত জানান মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি তাদের সাথে নিয়ে ৯ নং পৌর ওয়ার্ডে প্রতিষ্ঠা করা ব্ল্যাক সোলজার ফ্লাই প্ল্যান্ট ও প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্প ঘুরে দেখান। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান প্রজেক্টের পরিবেশ বিশেষজ্ঞ আনজুমান আরা রহমান বলেন, আমরা এসেছি সিডিএ মাস্টার প্ল্যান প্রজেক্ট থেকে। পুরো সিডিএ এলাকার জন্য ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্ল্যান করছি। রাউজানের ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ মডেল হিসাবে নিয়ে কীভাবে আরো ব্যাপক পরিসরে কাজ করা যায় সেটা দেখার জন্য আমাদের এখানে আসা। তিনি রাউজান পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমরা এখান থেকে ধারণা নিয়ে সুন্দর একটা প্ল্যান করতে পারবো সিডিএ’র জন্য। প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, জাইকা কন্ট্রাক্টর এক্সপার্ট কুরিহারা ইউসুফেও। তিনি বলেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক দিয়ে দেশের একমাত্র পৌরসভা হচ্ছে রাউজান পৌরসভা। পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।










