রাউজান পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে প্রারম্ভিক এক কর্মশালায় আয়োজন করা হয়েছে। গত বুধবার দিনব্যাপী এই কর্মশালায় পৌর নাগরিকরা ওয়ার্ড পর্যায়ে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিকদের সব সুযোগ সুবিধাসহ সেবা নিশ্চিত করতে এবং মহাপরিকল্পনা প্রণয়ন কাজে সম্পৃক্ত করতে এই কর্মশালার আয়োজন। নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা। প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিকল্পনা প্রণয়ন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ মোস্তাকিম অপূর্ব, সহকারী নগর পরিকল্পনাবিদ রিফাত রেজা প্রমুখ।