রাউজান পৌরসভার প্রস্তাবিত ডেল্টা প্ল্যান প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের প্রতিনিধিদল। গতকাল দুপুরে প্রফেসর ক্রিস জেভেনবার্গেনের নেতৃত্বে দলটি প্রকল্প এলাকা দেখেন। পাশাপাশি তারা বৈঠক করেন মেয়র ও নাগরিক সমাজের সাথে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকল্প পরামর্শক ড. ফারহানা হোসাইন, প্রকল্পের পরিচালক শামীমুল ওয়াহাব চৌধুরী, প্রকৌশলী হাবিব ইব্রাহিম রহমতউল্লাহ, প্রকৌশলী সাকিব রণি, গাজী মোস্তাকিম আলী, মোহাম্মদ আশরাফুল আলম। পরিদর্শক দলটি পৌর কার্যালয়ে মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে বৈঠক করেন। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মসূচি ধারণকৃত ভিডিও চিত্রের মাধ্যমে পরিদর্শক টিমকে দেখানো হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ডেল্টা প্ল্যানের আওতায় নেদারল্যান্ড সরকার রাউজান ও যশোরের কেশবপুর পৌরসভাকে বিশেষ সহায়তা দিতে এগিয়ে এসেছে। তাদের অর্থ সহায়তার নিশ্চয়তা পেয়ে ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রকল্পের নকশা চূড়ান্ত করেছে। নকশা দেখে অনুমান করা হচ্ছে নেদারল্যান্ডের প্রকল্পে রাউজান পৌরসভার কয়েক বর্গকিলোমিটার এলাকা সাজবে নতুন রূপে। গড়ে উঠবে আধুনিক সুবিধা সম্বলিত আকর্ষণীয় পর্যটন এলাকা। পৌর মিলানায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় পৌরসভার পক্ষে বক্তব্য রাখেন রাউজান পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সমীর দাশ গুপ্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, কলেজ শিক্ষক সৈয়দা আফরোজা রেহেনা, প্রকৌশলী ওয়াসিম আকরাম প্রমুখ।