রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ময়লা আবর্জনা সংরক্ষণের জন্য বসানো দুই শতাধিক ডাস্টবিন থেকে দ্রুত আবর্জনা সরিয়ে নিতে ১২টি রিক্সাভ্যান উপহার দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নুরুল আলম রহিম। গতকাল শুক্রবার তিনি মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে এসব রিক্সাভ্যান হস্তান্তর করেন। এসময় মেয়র রিক্সাভ্যান দিয়ে পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ার সহযোগিতা করায় নুরুল আলম রহিমকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর জেবুন নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ।