রাউজান পশ্চিম গহিরা খোন্দকার বাড়ি প্রিমিয়ার লিগ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১০ জানুয়ারি সম্পন্ন হয়। খেলার উদ্বোধন করেন উচ্ছ্বাস সংসদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনউদ্দীন এবং ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জামশেদ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উচ্ছ্বাস সংসদের উপদেষ্টা কাজী মো. রবিউল হোসেন, আবুল কালাম, মো. আলমগীর খোন্দকার, মো. মিজানুর রহমান ও উচ্ছ্বাস সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ খোন্দকার প্রমুখ। খেলায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কে বি রয়্যাল চ্যালেঞ্জার্স কে বি ভিক্টরি ভাইপার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।