রাউজান- নোয়াপাড়া সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত, বিকল হচ্ছে যানবাহন

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত রাঙ্গামাটি মহাসড়কের সাথে উপজেলার দক্ষিণাঞ্চলের কাপ্তাই সড়কের সংযোগকারী রাউজান নোয়াপাড়া সড়কটি  ( সেকশন) এখন জনদুর্ভোগের কারণ। নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী ঘাটকুল থেকে উপজেলা সদরের মুন্সিরঘাটা সূর্যসেন তোরণ রাঙামাটি সড়ক সংযোগে থাকা ১৪ কিলোমিটার লম্বা এই সড়ক পথটি এখন বেহাল অবস্থায় আছে। সড়ক ও জনপথ বিভাগের অধিনস্থ এই সড়ক পথের মগদাই খালের উপর নির্মাণধীণ ব্রিজের কারণে বিকল্প যোগাযোগের তৈরী করা বেইলী ব্রিজটিও এখন ধসে গিয়ে গত ৩ মে থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় জনসাধারণ জানিয়েছে এই সড়ক পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।

যাত্রীবাহী ছোট বড় পরিবহনসহ বড় বড় ট্রাক হাটবাজারে বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে যাওয়া আসা করে। জানা যায়, গত প্রায় ১ বছর ধরে জনগুরুত্বপূর্ণ এই সড়ক পথটি ক্ষতবিক্ষত অবস্থায় আছে। মগদাইডোমখালী এলাকার আধা কিলোমিটার সড়ক পথ পাশে থাকা খালে ধসে পড়তে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে খালের ধস থেকে সড়কটি রক্ষায় সংস্কারের নামে দফায় দফায় কয়েক কোটি টাকা খরচ করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিবার লোক দেখানো সংস্কার কাজ করে সংশ্লিষ্ট ঠিকাদারদের অর্থ লুটের ব্যবস্থা করে দেয়ায় কয়েক মাস না যেতেই প্রতিবারের কাজ ধসে পূর্বস্থায় ফিরেছে। রাউজানের বানিজ্যিক কেন্দ্র হিসাবে স্বীকৃত নোয়াপাড়া পথেরহাটের ব্যবসায়ীরা বলেছেন কাপ্তাই সড়ক সংযোগে থাকা উত্তরমুখি সড়কটির ১ কিলোমিটার এলাকা এখন পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। এখানে রয়েছে উত্তরমুখি দুটি সড়ক পথে আসা যাওয়া থাকা টেঙি স্ট্যান্ড।

এখনা থেকে প্রতিদিন শত শত সিএনজি অটোরিঙা যাত্রী বহন করে রাঙ্গামাটি, রাউজান উপজেলা সদর, হাটহাজারী, ফটিকছড়ির বিভিন্ন গন্তব্যে। সামান্য বৃষ্টি হলে খানাখন্দকে ভরে থাকা এই স্থানে হাঁটু পানিতে তলিয়ে যায়। পানিতে চলাচলে থাকা মানুষ দুর্ঘটনায় পড়ে আহত হয়। গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে বিকল হয়ে এক অসহনীয় যানজটের সৃষ্টি করে। ব্যবসায়ীদের অভিযোগ এখানে সড়ক দুপাশে সারি সারি বানিজ্যিক ভবন প্রতিষ্ঠার সময় সামনে পানি নিষ্কাশনের জায়গা না রাখায় সামান্য বৃষ্টিতে ব্যস্ততম এই সড়ক মুখে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। চলাচলরত মানুষের দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বানিজ্যেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জানা যায় নোয়াপাড়ারাউজান সেকশন১ এই সড়ক পথের চৌধুরী ঘাটকুল থেকে রয়েছে ৪টি বড় হাট বাজার। কাগতিয়া এশাতুল উলুম কমিল মাদরাসা, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়, মুনিয়া দারুসচ্ছুন্না ফাজিল মাদরাসা, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়, শ্যামাচররণ উচ্চ বিদ্যালয়, বিনাজুরী নবীণ উচ্চ বিদ্যালয়, সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুন্সিরঘাটায় সংযোগস্থলে আছে রাউজান সরকারি কলেজ। এরবাইরে অসংখ্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী,শিক্ষক প্রতিদিন আসা যাওয়া করে এই সড়ক পথ ব্যবহার করে।

দুদর্শাগ্রস্ত সড়কটি পথটি নিয়ে কথা বললে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দিন চৌধুরী বলেন, সেকশন১ নামের এই সড়ক পথটির উন্নয়ন টেন্ডার আহ্বান প্রক্রিয়ায় আছে। মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুত টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে। তিনি জানান এই কাজে ব্যয় করা হতে পারে আনুমানিক ১২ থেকে ১৬ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধশাকপুরায় বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট বোর্ডের সভা
পরবর্তী নিবন্ধব্রুনেই হাই কমিশনারের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সাক্ষাৎ