রাউজানের নোয়াপাড়ায় দুই পক্ষের গোলাগুলিতে পড়ে মাসুদ নামের এক পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনা ঘটে নোয়াপাড়া ইউনিয়নের দুটি পাশাপাশি গ্রামে অবস্থান করা দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে। ঘটনার সময় একদলের অবস্থান ছিল শেখপাড়া গ্রামের ভিতর। অপর গ্রুপটি ছিল পাশ্ববর্তী পলোয়ানপাড়ায়। রাউজানে বিএনপি’র বিবদমান দুই গ্রুপের শক্তি প্রদর্শনের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগেও দুটি গ্রুপের মধ্যে কয়েক দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়কালে মাসুদ নামের এক যুবক পথেরহাট থেকে বাড়ি ফেরার পথে তার গায়ে গুলি লাগে। এলাকার লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, আহত যুবকের বাড়ি নোয়াপাড়া চৌধুরী হাট।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘গোলাগুলির সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।’
রাত ১টায় সর্বশেষ রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এস.আই) মো. আলমগীর বলেন, ‘রাউজানে নোয়াপাড়ায় গোলাগুলির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’