রাউজান দলইনগর ইউনিয়ন মদিনাতুল উলুম মাদ্রাসার সভা

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মদিনাতুল উলুম দলই নগর মাদ্রাসা বার্ষিক দ্বীনি মাহফিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামী শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। ধর্মীয় চেতনায় উৎসাহিত করার জন্য বর্তমান সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব।

গতকাল শনিবার সন্ধ্যায় বার্ষিক সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ফটিকছড়ি বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা শাহ্‌ মুহিব্বুল্লাহ বাবুনগরী, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, আল্লামা আজিজুল হক আলমাদানী, আল্লামা হাফেজ আবদুল হক, আল্লামা মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা মুফতি জসিম উদ্দীন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিয়াজি, যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, জসিম মেম্বার, জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিদার মার্কেট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআবিদ হত্যাকারীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে চাকরিচ্যুত করতে হবে