পবিত্র রমজান মাসে রাউজান থেকে শহরমুখী শিক্ষার্থীদের জন্য তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী ফ্রি বাস সার্ভিস চালু করেছেন। ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান এলাকার সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে এই সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। জানা যায়, ফ্রি সার্ভিসে যাওয়া-আসা করা যাবে চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পথে। দুটি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে ট্রাভেল হেলপ সেন্টার। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেছেন, গত ৪ এপ্রিল থেকে চলছে সেবা কার্যক্রম। দুটি সড়ক পথে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছে। তিনি জানান, পবিত্র রমজান মাসে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাউজানের শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তির বিষয়টি চিন্তা করে সাংসদ পুত্র ফারাজ করিম এই উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে সেবা গ্রহণ করছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব বলেন, ফ্রি বাস সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে সাব-কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অনিক ভট্টাচার্য। এছাড়া আছেন মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাহিদ, জিয়াউল হাসান চৌধুরী, ঐশিক বসাক, দিগন্ত ভট্টাচার্য, রাজিব ভট্টাচার্য, বেলাল হোসেন, শেখ সাদী সম্রাট প্রমুখ।












