রাউজান থেকে ওষুধ যাচ্ছে আহত ফিলিস্তিনিদের জন্য

ফারাজ করিমের উদ্যোগ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় আহত ফিলিস্তিনি মানুষকে বাঁচাতে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। তার দেয়া রাউজানের ঠিকানায় দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ ওষুধ এসেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। গতকাল এসব ওষুধ কুরিয়ার সার্ভিস থেকে গ্রহণ করেন সাংসদ পুত্রের গড়া সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা। দেশের বিভিন্নস্থান থেকে আসা এসব ওষুধের মধ্যে আছে- এনক্সপেরিন ৪০ মি. গ্রা, এনক্সপেরিন ৬০ মি. গ্রা, প্যারাসিটামল ৫০০ মি. গ্রা, ভ্যানকোমাইসিন ৫০০ মি.গ্রা, মেরোপেনাম ১ গ্রাম, এমিওডারন ১০০ মি. গ্রা, ফেনেরগান ২৫ মি.গ্রা, বুডিসোনাইড। গতকাল বুধবার বিকালে এসব ওষুধ গাড়িতে উঠিয়ে দেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি জানান, ফারাজ করিম চৌধুরী ঢাকায় অবস্থান করছেন। তার হাতে হস্তান্তর করা হবে এসব ওষুধ। রাউজান থেকে গাড়ি ভর্তি ওষুধের চালান নিয়ে ঢাকার উদ্যেশ্যে রওনা করেছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামসহ বেশ কয়েকজন তরুণ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিশ্ব মেট্রোলজি দিবস আজ