রাউজান জগৎপুর আশ্রম অনাথালয়ে আবাসন প্রকল্প উদ্বোধন

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

রাউজান জগৎপুর আশ্রম অনাথালয়ের নতুন আবাসন প্রকল্পে অভিজিত বনিক স্মৃতি ভবন উদ্বোধন করা হয়েছে। কৃষ্ণ বনিক ও দিপ্তী বনিকের সার্বিক সহযোগিতায় তাঁদের ছেলের স্মৃতি রক্ষার্থে এ ভবন নির্মাণ করা হয়। গত ২১ ফেব্রুয়ারি প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ও অনাথালয়ের সভাপতি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস তা উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনাথালয়ের অর্থ সম্পাদক লায়ন তপন কান্তি দত্তের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন অনাথালয়ের সম্পাদক অঞ্জন শেখর দাশ, সিআইপি নির্বাহী সদস্য অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরী, চন্দ্রশেখর মল্লিক ও সুজয় দাশ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস অনাথালয়ের ইতিবৃত্ত তুলে ধরেন এবং সকলকে অনাথালয়ের উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসির চেয়ারম্যান ড. সেলিমের পুনঃনিয়োগ
পরবর্তী নিবন্ধসুয়াবিল সিদ্ধাশ্রম মঠে উৎসব ২৭ ফেব্রুয়ারি শুরু