ত্বরিক্বা–ই মাইজভাণ্ডারির প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (কঃ) ১১৮তম ওরশ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার আওতাধীন সকল শাখা একসাথে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে। গতকাল শনিবার সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর শোভাযাত্রাটি উপজেলার উত্তর–দক্ষিণের সড়ক পথ প্রদক্ষিণ করে। ওরশকে স্বাগত জানিয়ে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সমাবেশে সভাপতিত্ব করেন শোভাযাত্রা আয়োজক কমিটির আহবায়ক মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। সচিব আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।












