রাউজান ক্লাব দুস্থ পরিবারে দিল ঢেউটিন ও চিকিৎসা সহায়তা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাউজানের সামাজিক ও মানবিক সংগঠন রাউজান ক্লাব স্থানীয় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে। গতকাল শুক্রবার সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাছির বাবুল বলেছেন, ক্লাবের যাকাত তহবিল থেকে এলাকার দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, চিকিৎসা, শিক্ষা ও কন্যাদানগ্রস্ত পরিবারে সহায়তা দেয়া হয়েছে। ৫৬ জনের মাঝে বিতরণ করা হয়েছে নগদ ১ লক্ষ ৮২ হাজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য আবু বক্কর চৌধুরী। নাছির বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী রাউজানের আমীর শাহজাহান মঞ্জু, ক্লাবের সভাপতি ডাঃ মোহাম্মদ ওমর ফারক, আজীবন সদস্য বেলাল মোহাম্মদ, মুসলেম উদ্দিন চৌধুরী, জমির উদ্দিন, হানিফ চৌধুরী মাসুম, এস এম জাফর চৌধুরী, ইমরান হোসেন চৌধুরী, শামসুদ্দোহা, মোহাম্মদ রোবেল, খোরশেদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২১ নং জামালখান ওয়ার্ড বিএনপির সভা
পরবর্তী নিবন্ধপাঁচ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল