রাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় মাসিক ইসলামিক সেমিনার গত ২৩ অক্টোবর নগরীর হোটেল টাওয়ার ইন মিলনায়তনে সম্পন্ন হয়। এবারের বিষয়বস্তু ছিল : ইস্তেগফারের কুরআনীয় কনসেপ্ট: বিশ্ব মুসলিমের জন্য মুক্তির বার্তা। রাউজান ক্লাবের আজীবন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জালাল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বি.এম মফিজুর রহমান আল আযহারি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি। মূল আলোচক ছিলেন শায়খ মুফতি আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। মূল আলোচনায় মুফতি সাইফুল্লাহ বলেন, ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে রবের নৈকট্য পাওয়া অতীব সহজ, এতে কোন মাধ্যম লাগে না। তিনি ইস্তেগফারের ১০টি কনসেপ্ট উপস্থিত শ্রোতাদের মাঝে তুলে ধরেন১। অনুতাপ, ২। প্রাপ্তির বিশ্বাসে ইস্তেগফার, ৩। ইস্তেগফার একটা ইবাদত, ৪। ইস্তেগফার জিকির বা আল্লাহর স্মরণ, ৫। ইস্তেগফার হচ্ছে শক্তি অর্জনের হাতিয়ার, ৬। ইস্তেগফার মুমিনের চিহ্ন, ৭। ইস্তেগফার ফেরেশতাওয়ালার চরিত্র, ৮। ইস্তেগফার হতে হবে অপরের জন্যও, ৯। ইস্তেগফার হচ্ছে বিজয়ী কনসেপ্ট, ১০। ইস্তেগফার হচ্ছে রবের কাছে নিজেকে সঁপে দেওয়া। পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা আরিফুর রহমান নাদিম। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ইসলামাবাদী, মাহমুদ শিকদার হুমায়ুন, ক্লাব সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান, সম্পাদক নাছির উদ্দিন বাবুল, মোহাম্মদ শামসুদ্দোহা, ডাঃ রাকিবুল হাসান চৌধুরী, কর্ণফুলী গ্যাস সিবিএ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, আরিফ মঈনউদ্দিন চৌধুরী, এসএম আবু জাফর চৌধুরী, সায়ফুদ্দিন আহমদ, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ ইয়াছিন, এডভোকেট কায়ছার চৌধুরী, সাংবাদিক চৌধুরী আহসান খুররম, খায়ের উদ্দিন সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া দীর্ঘ চক্রান্তের অংশ
পরবর্তী নিবন্ধপ্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে