রাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

মানবতাবাদী সংগঠন রাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার ক্লাবের দাতা সদস্য এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এবারের সেমিনারের মূল বিষয়বস্তু ছিলখোলাফায়ে রাশেদীনের স্বর্ণযুগ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রভাষক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আলআযহারী। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ওমর ফারুক। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (অব.) কাজী মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে রাউজান ক্লাবের আজীবন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বাণিজ্য অনুষদের ডিন নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এস আর এম এর হেড অব মার্কেটিং আলী মাহবুব মোহাম্মদ হোসেন, ক্লাব সহসভাপতি রিয়াজুল হাসান, ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী, সম্মানিত আজীবন সদস্য এস এম সিরাজদ্দৌল্লাহ, কাজী গোলাপর রহমান, এ এস এম এয়াকুব, এ এস এম শোয়েব, শেখ মোহাম্মদ ওমর, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল, সহসভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, যুগ্মসম্পাদক এস এস জাফর চৌধুরী, মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক মো. মহসীন আলী, সি এম আলী হায়দার চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ ইকবাল, মো. সাগের হোসেন, আরিফ মইনুদ্দিন, মোহাম্মদ শফি সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২