রাউজান ক্লাবের উদ্যোগে হাফেজ বাদশা নিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা চালুর লক্ষ্যে এক মতবিনিময় সভা ক্লাবের সহ– সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ক্লাব সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ চৌধুরী মাসুম, মোহাম্মদ শামসুদ্দোহা, মাস্টার নাজিম উদ্দিন, মাস্টার আকতার হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, শামিমা আক্তার, মিজানুর রহমান শরীফ, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ ইমরান হোসেন, ছমিউদ্দিন নিজান, মহসীন আলী, রিজোয়ান চৌধুরী রুবেল, ইমরান হোসেন, তর্কির আহমদ, মো. সাগের হোসেন, খোরশেদুল আলম প্রমুখ।
বক্তারা দীর্ঘদিন বন্ধ থাকার পর হাফেজ বাদশা নিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা আবার চালু করার প্রক্রিয়া গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। এই বৃত্তি পরিচালনার জন্য ডা. মোহাম্মদ ওমর ফারুককে চেয়ারম্যান,আবদুল ওয়াহেদ চৌধুরীরকে কো– চেয়ারম্যান, মাস্টার মো. নাছির উদ্দিন বাবুলকে পরীক্ষা নিয়ন্ত্রক, মাস্টার মো. জাহাঙ্গীর আলমকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এ বছর রাউজানে প্রাইমারী সমমানের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার অন্তত বিশ দিন পূর্বে অনুষ্ঠিত হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।