রাউজান ক্লাবের উদ্যোগে যাকাত তহবিলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ৫শ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, যুগ্মসম্পাদক এস এম জাফর চৌধুরী, অর্থ সম্পাদক মাস্টার আকতার হোসেন, সহ–অর্থ সম্পাদক ইমরান হোসেন, মাস্টার মো. মিজানুর রহমান, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ রিদোয়ান চৌধুরী রুবেল, শেখ তৌকির আহমদ, মো. নাছির উদ্দিন, আব্দুল ওয়াহাব মিয়া, অশোক বড়ুয়া, মৌলানা নাছির উদ্দিন। বক্তারা বলেন, রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে বিগত ৩৮ বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, এছাড়া দুস্থ ও অসহায়দের ছাড়াও স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল প্রদান করা হয়। যাকাত কোনো করুণা নয়, এটা গরিবের হক। তাই বিত্তবানদের উচিত যথাসময়ে যাকাত আদায় করে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করা। প্রেস বিজ্ঞপ্তি।











