রাউজান ও হাটহাজারীতে আগুনে পুড়ল ৬ বসতঘর

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি  | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

রাউজান ও হাটহাজারী উপজেলায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নে এবং রাত ১টার দিকে হাটহাজারীর নজুমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজান : উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়েছে। জানা যায়, রাতে ঘরের পাশে গরুর খোঁয়াড়ে মশার উপদ্রব থেকে বাঁচতে আগুনের ধোঁয়া দেওয়া হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন চারটি বসঘরে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাউজান ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের চেষ্টায় পাশের অন্যান্য বসতঘর রক্ষা পায়। আগুনে মৃত জাফর মিস্ত্রির চার সন্তানের বসতঘরের যাবতীয় মালামাল পুড়ে যায়। ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি তারা। এসে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

হাটহাজারী : উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই সহোদরের ২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালুঘাট ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই ওই বাড়ির আব্দুস সালাম ও মোহাম্মদ ইউনুসসহ দুই পরিবারের টিন দিয়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট বসতঘর, ঘরে রক্ষিত সমস্ত আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা এই শীতে খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন পেশায় দর্জি এবং অপরজন এসি ফ্রিজের মেকানিক।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরহমতগঞ্জে সাতকানিয়ার আ. লীগ নেতা গ্রেপ্তার, পরে জামিন