রাউজান ও বাঁশখালীর ২২ বীর মুক্তিযোদ্ধা পেলেন বীর নিবাস

রাউজান ও বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

রাউজানের ১২ মুক্তিযোদ্ধা ও বাঁশখালীর ১০ বীর মুক্তিযোদ্ধা পেয়েছে বীর নিবাস। গতকাল বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করার পর ২২ বীর মুক্তিযোদ্ধাকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

রাউজানের ১২ বীর মুক্তিযোদ্ধা ঘরের চাবি গ্রহণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চাবি হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান।

বাঁশখালীতে ১০ বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্ধারা সহ বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শওকতুজ্জামান, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন হায়দার, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী লিপটন ওম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁশখালীতে বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেনকবির আহমদ, নিরঞ্জন জলদাশ, গিয়াস উদ্দীন চৌধুরী, মৃত ছৈয়দ গোলাম কিবরিয়া, আবদুর রহমান চৌধুরী, নজির আহমদ, মৃত মোহাম্মদ আলী, সুধীর চক্রবর্তী, সন্তোষ কুমার দেব, মৃণাল কান্তি দাশ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন আ. লীগের শান্তি সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মাঠকর্মীদের পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক কর্মশালা