রাউজান ও পটিয়ায় স্বাগত মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাউজান পৌর সদর মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল বের করা হয়। মাস্টার দা সূর্যসেন চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী। এসময় চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে রাউজান পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পটিয়া পৌরসভা যুবদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার (২২ ডিসিম্বর) বিকালে স্বাগত মিছিল করেন পটিয়া পৌরসভা যুবদল। মিছিলটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ মামুনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড যুবদলের সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুবদল নেতা আব্দুল করিম, মনির মুন্না, ইউসু, সাইফু, মফিজ, পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদ, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ রবিন, মোহাম্মদ মারুফ প্রমুখ।বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমোহরা মুসলিম তরুণ সংঘের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে অভিযানে ২১টি অবৈধ চুল্লি ধ্বংস, লাখ টাকা জরিমানা