রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় মাটি কাটা নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে গ্রামের শাহাদুল্লাহ কাজী বাড়ির কাছে। গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ পারভেজ। তিনি যুবদলের কর্মী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এলাকার লোকজন।












