অবশেষে রাউজানের মুন্সির ঘাটা থেকে ফকিরহাট হয়ে উপজেলা সদরের যাতায়াতে দীর্ঘ যানজটের ভোগান্তির অবসান হতে চলেছে। মুন্সির ঘাটা থেকে পৌরসভা ও উপজেলা সদরে সহজ যাতায়াতে নির্মিত বিকল্প সড়কটি উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। রাউজান পৌরসভা কর্তৃপক্ষ সড়কটি নির্মাণ করে। ফলে ফকিরহাটের ওপর দিয়ে প্রবাহিত রাস্তাটির দীর্ঘদিনের যানজট কমে আসবে।
জানা যায়, বিকল্প সড়কটি নির্মাণ করা হয়েছে রাউজান দারুল ইসলাম মাদরাসার পশ্চিম পাশ দিয়ে উপজেলা সদরের সহজ যোগাযোগের মাধ্যম হিসাবে। পৌরসভা সড়কটির নির্মাণে ব্যয় করেছে দুই কোটি টাকার বেশি।
পৌরসভার প্রশাসক অংছিং মারমা বলেছেন, চট্টগ্রাম–রাঙামাটির সড়ক পথে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ উত্তরমুখী মাওলানা দোস্ত মোহাম্মদ সড়ক হয়ে শত শত যানবাহনে ফটিকছড়ির দিকে যাওয়া–আসা করে। এই সড়কটি এলাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ফকিরহাটের ওপর দিয়ে। তাছাড়া এই সড়কের সাথে রয়েছে উপজেলা ও পৌরসভার প্রশাসনিক দপ্তরসহ রাউজান থানা। এই পথে বিভিন্ন কাজে প্রশাসনিক কাজে প্রতিনিয়ত আসা–যাওয়া করে দেশি–বিদেশি ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
তিনি বলেন, সড়কটির ফকিরহাটের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রতিনিয়ত যানবাহনের চাপে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তির মধ্যে পড়তে হয় জরুরি কাজে যাতায়াতকারী মানুষজনকে। এমন অবস্থার মধ্যে পড়া মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্য নিয়ে বিকল্প সড়কটি নির্মাণ করা হয়েছে। মাদরাসা সড়ক সংযোগ হয়ে সাড়ে চারশত মিটার লম্বার নতুন সড়কটি উপজেলা ও পৌর প্রশাসনিক ভবনের সাথে সংযুক্ত হয়েছে রাউজান–রাঙ্গুনিয়া নিজাম উদ্দিন পাবলিক হলের পাশ ঘেঁষে।
এই কর্মকর্তা জানান, নতুন সড়কটি খুলে দেয়া হলে ফকিরহাটে আর যানজট থাকবে না। মানুষের ভোগান্তির অবসান হবে।










