রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি খেলাধুলায় আমাদেরকে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এ লক্ষ্য নিয়ে রাউজানে প্রতিটি ইউনিয়নে খেলাধুলা চর্চায় পর্যাপ্ত সংখ্যক মাঠ নির্মাণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল
হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ–সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, এসিল্যান্ড রিদুয়ানুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান। খেলা উপভোগে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ অসংখ্য দর্শক।