রাউজান উপজেলায় খেলাধুলার মানোন্নয়ন ও ইউনিয়ন পর্যায়ে খেলাধূলা চর্চা বিস্তৃতি করার এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক জিসান বিন মাজেদের সাথে সভা করেছে। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত মঙ্গলবার এই বৈঠকে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর মোল্লা, সদস্য মো. হানিফ, মোহাম্মদ জাকের হোসেন চৌধুরী, নাওশাদ খান রনি এবং সাংবাদিক নাছির উদ্দিন রকি। সভায় সিদ্ধান্ত হয় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় খেলার মাঠসমূহকে খেলাধুলার জন্য উপযোগি করা, ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া দল গঠন, খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা এবং মাসব্যাপী ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়।