রাউজান উপজেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়ানুরাগী সদস্য হলেন সামির কাদের চৌধুরী

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে ক্রীড়ানুরাগী সদস্য মনোনীত করা হয়েছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরীকে। সমপ্রতি রাউজান উপজেলার নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক আদেশে সাত সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাকিলা খাতুন। এতে কোচ হিসেবে আছেন মো. হানিফ, রেফারি হিসেবে মোহাম্মদ জাকের হোসেন, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক হিসেবে নাওশাদ খান রনি এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে মো. নাসির উদ্দিন রকি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দল চিটাগাং কিংস ও এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং দি ঢাকা ডাইয়িংএর প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সমপ্রতি ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কেপিএল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা