দক্ষিণ রাউজান উদয়ন সংঘের উদ্যোগে গত ৩০ এপ্রিল ৭৫তম বছর পূর্তি উপলক্ষে নতুন বাংলা বছরের দেওয়াল পঞ্জিকা উন্মোচন অনুষ্ঠান উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু সভাপতিত্বে এবং সংগঠনে সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অক্ষয় তৃতীয়া ও উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশ, মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা সুজিত দাশ মিন্টু, সাবেক প্রধান উপদেষ্টা মাষ্টার সুভাষ বৈদ্য, ইউপি সদস্যা সঞ্চিতা মল্লিক, বনমালী দাশ মিন্টু, ডাঃ পান্না রানী পাল, হিমাদ্রি দাশগুপ্ত, শিবু প্রসাদ দাশ, তন্ময় দাশ পিকলু, পুরোহিত বাবু চক্রবর্তী, সুজন দাশ, দেবব্রত দাশ, বাদল সিকদার, রুবেল সিকদার, পানিন দত্ত, রনি মিত্র, শিক্ষকা শিল্পী দাশগুপ্ত, লাভলী বৈদ্য, প্রদীপ দে, সাজু দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।