রাউজান আবদুস সালাম উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

রাউজান আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. আবদুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক মো. নিজাম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভা গত ৪ জুন অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন লেখক শওকত বাঙালি, মো. মহিউদ্দিন বখতেয়ার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসীম উদ্দীন, মৌলানা ইউছুপ নূরী, অভিভাবক সদস্য হোসনে আরা বেগম, আশিষ কুমার দে, শিক্ষক ইলু বড়য়া।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জু বড়ুয়া, মো. ওছমান, নাসরিন আকতার, সাহেদা নাছরিন, বায়তুন্নুর, রুমা আকতার, নুরজাহান, শাহী আক্তার, বিদর্শন বড়ুয়া, জোছনা আকতার, নাজমল হুদা, রেজাউল করিম, পান্না বড়ুয়া প্রমুখ। এতে বক্তারা বলেন,শিক্ষকশিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয় যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে প্রধান শক্তি। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুস সালাম বলেন, আমাদের বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে চাই। তিনি এ লক্ষ্যে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকৃন্দের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ব্যবসায়ীকে মেরে টাকা ও মোটরসাইকেল ছিনতাই