রাউজানে ৮ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে ৮ বছর আগে সংঘটিত হত্যা মামলার আসামি মো. রাশেদ প্রকাশ ভূতাইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাউজান বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, হত্যাকাণ্ডের শিকার শহীদুল আলম বিদেশ থেকে আসার পার নিজ এলাকায় কাঠের ব্যবসা শুরু করেন। রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ ভিকটিম শহিদুলকে কাঠের ব্যবসা ছেড়ে তার নেতৃত্বে রাউজানের সন্ত্রাসী আজিজ বাহিনীতে যোগ দিতে বলে। ভিকটিম শহীদুল আলম সেই প্রস্তাবে রাজি না হলে আসামিরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি আসামিরা একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে এসে ব্যবসায়ী শহীদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা সখিনা বেগম বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. রাশেদ প্রকাশ ভূতাইয়াকে রাউজান বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধএক কোটি চারা রোপণ করবে রেজাউল করিম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল