রাউজানে ৩৫০ কৃষককে বীজ ও সার বিতরণ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

করোনাকালে কৃষকদের জন্য ঘোষিত প্রণোদনা কর্মসূচির অংশ হিসাবে রাউজানের কৃষকরা বীজ সার পেয়েছে। গত ১৩ এপ্রিল এই কর্মসূচিতে কৃষকদের মাঝে দেয়া হয় উফশী জাতের বীজ ও রাসায়নিক সার। উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকরা বীজ সার গ্রহণ করেন। উপজেলা রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিদ কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কৃষক সমাবেশে টেলিকনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে ৩৫০ জন কৃষককে ৫ কেজি করে ১৭৫ ব্যাগ উফশী বীজ, ২০ কেজি করে ১৪০ ব্যাগ সার ও ১০ কেজি ওজনের ৭০ ব্যাগ এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির বন্দর বিভাগের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধজোর