রাউজানে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ও বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং একটি সুখীসমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাউজান গড়ার অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম গত রোববার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজদৌল্লাহর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিউল আলম চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী, যুবদল নেতা এয়ার মোহাম্মদ, মারুফ হোসেন, মোঃ রেজাউল করিম, বদিউল আলম বদি, রবিদাস, যুবদল নেতা নুরুল হক, মোঃ জাফর, মোঃ লতিফ, মোঃ সেলিম, নজুম খাঁ চৌধুরী, মোঃ বাবুল, মোঃ ইয়াহিয়া, মোঃ সাহাবুদ্দীন, মোঃ শাহজাহান, মোঃ সোহেল, আবদুস সালাম, মোঃ দিদার, মোঃ আজিম, মোঃ হারুন, মোঃ শওকত আকবর, মোঃ রিয়াদ, বাবুন বড়ুয়া, মোঃ সাজ্জাদ, বাবুল দাস, নেপাল বড়ুয়া, সাধন বড়ুয়া, মোঃ লোকমান, আবদুর রহমান, ছাত্রদল নেতা মোঃ আরমান, মোঃ কামাল, মোঃ নয়নসহ শতাধিক নেতাকর্মী। ইউনিয়নের কাগতিয়া বাজার, রুপচান নগর মাঝার গেইট, মগদাই বাজার, কেরানি হাট, রামচন্দ্র বাজার, রঘুনন্দন হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মাঠে ঘাটে সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে উক্ত লিফলেট পৌঁছে দেওয়া হয়। লিফলেট কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মূখ্য ভুমিকা পালন করেন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব রমজান আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে রাজনীতিক স্বপন সেনের নাগরিক শোকসভা
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের শীতবস্ত্র বিতরণ