লকডাউন কড়াকড়ির প্রথম দিনে গত বৃহস্পতিবার থেকে রাউজানের ১৪টি ইউনিয়নে কর্মহীন গরিব মানুষের মাঝে ন্যায্যমূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছে। জানা যায়- ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিক্রির এ কর্মসূচির উদ্যোক্তা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিগণ স্ব স্ব ইউনিয়নে এ কার্যক্রম চালু করেছেন। পণ্য বিক্রিতে যতটুকু ভর্তুকি দিতে হয় সেই টাকা সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। নোয়াজিশপুর ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। চেয়ারম্যান সারোয়াদ্দী সিকদারকে সাথে নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিন। এদিন বাগোয়ানে চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পশ্চিম গুজরায় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, কদলপুরে চেয়ারম্যান তসলিম উদ্দিন, ডাবুয়ায় চেয়ারম্যান আবদুর রহমান, হলদিয়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু,পাহাড়তলীতে চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচরে চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া স্ব স্ব ইউনিয়নে সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তাদের সাথে ছিলেন ইউনিয়নের মেম্বার ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান- কোনো পরিবারে খাদ্য সংকট দেখা দিলে তিনিসহ স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তার ঘরে খাদ্য পৌঁছে দেয়া হবে। উল্লেখ্য, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম গত এক সপ্তাহ আগে পৌরসভায় উদ্বোধন করেন সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী।










