রাউজানে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

রাউজান প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

রাউজান ৭নং সদর ইউনিয়নের মেম্বারের বসতঘর থেকে ১৭ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা বিশাল অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে সাপটি মেম্বার শিবু বড়ুয়া তার ঘরের ছাদে দেখতে পেয়ে চিৎকার করে উঠলে পাড়ার লোকজন সাপটি ধরতে ফাঁদ পাতে।

 

স্থানীয়দের ফাঁদে আটকে পড়লে বিশাল আকৃতির অজগরটি নেয়া হয় স্থানীয় ইউনিয়ন পরিষদে। পরে ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বিষয়টি জানান বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের। সর্বশেষ তাদের হাতে সাপটি হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্টরা জানায়। চেয়ারম্যান জসিম উদ্দিন বলেছেন, তার ইউনিয়নটির পূর্বাংশ পাহাড়ের সাথে। প্রতিনিয়ত বনসম্পদ উজাড় করে ফেলার কারণে অজগরসহ নানা প্রজাতির বন্য প্রাণি খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়ছে। অনেকের ঘরের হাঁস মুরগি খেয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভোটে যাব? ফখরুল জবাব পেলেন, ‘না’
পরবর্তী নিবন্ধউন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রাম