রাউজানে ১১ জনই আগের, নতুন মুখ ৩

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

নির্বাচন ঘোষিত তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাউজানের ১৪টি ইউনিয়নের মধ্যে বর্তমানে দায়িত্বে থাকা ১১ চেয়ারম্যান আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন। বাকি তিন ইউনিয়নের মধ্যে বিনাজুরীর বর্তমান চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার জায়গায় নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রবিন্দ্র লাল চৌধুরী, কদলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর নাম আসেনি নৌকা প্রতীকে। এখানে নৌকা নিয়ে নতুন একজন আসতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে। নোয়াপাড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান দিদারুল আলমের জায়গায় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার।
উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে যারা দলীয় প্রতীক পেয়েছেন তারা হলেন- হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ার চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, নোয়াজিশপুরের চেয়ারম্যান এম সরোয়ার্দি শিকদার, চিকদাইরের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, গহিরার চেয়ারম্যান নুরুল আবসার বাশি, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলীর চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, বাগোয়ানে ভুপেষ বড়ুয়া, পূর্বগুজরার চেয়ারম্যান এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন আরিফ এবং উরকিরচরে সৈয়দ আবদুল জব্বার সোহেল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৫ জন পুরনো ৮ জন নতুন
পরবর্তী নিবন্ধএই প্রথম মনোনয়ন পেলেন তিন নারী