২ হাজার নারী-পুরুষের অংশগ্রহণে রাউজানে অনুষ্ঠিত হবে ১০ কিলোমিটার ম্যারাথন। আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে জলিলনগর পর্যন্ত এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়া নারীদের পরনে থাকবে লাল-সবুজের শাড়ি। পুরুষদের পরনে থাকবে লাল-সবুজ টি শার্ট। বুকে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের লোগো। গতকাল বুধবার বিকেল ৩টায় রাউজানের মুন্সিরঘাটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব। প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে জাগিয়ে তোলার অনুপ্রেরণা হবে এটি। সভায় আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।