প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় রাউজানে অংশিজনদের নিয়ে এক কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চলের উপ–পরিচালক মো. আনোয়ার হোসেন বলেছেন, হালদা বাঁচলে দেশের অর্থনীতি বেঁচে থাকবে। এই বিশেষায়িত নদীকে বাঁচাতে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
গত শুক্রবার রাউজান উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালদার উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির,হালদাপাড়ের মৎস্যজীবিদের সংগঠক প্রণব চৌধুরী মিঠু প্রমুখ।