রাউজানে হাফেজ বজলুর রহমান সড়ক উদ্বোধন

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

৬৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাফেজ বজলুর রহমান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের কয়েকটি সড়কের সাথে রাউজানের ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভার্চুয়ালি যোগ দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন ঘোষণার পর উদ্বোধনী অনুষ্ঠান শেষে নামফলক উন্মোচন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। পাহাড়তলী চৌমুহনীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশের বাজারে বীর সিমেন্টের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ