রাউজানে এক হাজার লিটার চোলাই মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় মদ পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রো। গত শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের হাজী শরীফ মিয়া মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের বাসিন্দা গাড়ির চালক আবদুল জব্বার (২৯) ও কক্সবাজার জেলার হারুলিয়া বাংলা বাজার এলাকার আনোয়ার হোসেন (২৪)। জানা যায়, শুক্রবার দুপুরে নোয়াপাড়া পুলিশ ক্যাম্প পথেরহাটের হাজী শরীফ মিয়া মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। এ সময় চন্দ্রঘোনার দিক থেকে আসা শহরমুখী একটি মাইক্রো থামিয়ে তল্লাশি চালালে ভিতরে স্যালাইনের প্যাকেটভর্তি মদের কায়েকটি বস্তা পাওয়া যায়। এরপর গাড়িতে থাকা দুই যুবককে পুলিশ আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, এক হাজার লিটার চোলাই মদসহ মাইক্রোটি জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।