রাউজানে হযরত লাল মিঞা শাহ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে হযরত লাল মিঞা শাহ (রাঃ) রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উরকিরচর জনতা সংঘের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুরুল আজিম জুয়েল। ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহীম সোহেল,নাজিম উদ্দিন, মো. হায়দার, মোহাম্মদ হোসাইন কাদেরী প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম সুমন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটের বর্ণিল আসর আইপিএল শুরু আজ
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে ছাড়া পেলেন টেন্ডুলকার