রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক (বহুমুখী) উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।
সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মাওলানা এম বেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। কোরআন তেলোয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাঠসহ গজল, কবিতা আবৃত্তি, দেশত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধক ছিলেন আবদুস সালাম মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান, পিএইচডি ডিগ্রি অর্জনকারী গুণীজন সংবর্ধিত অতিথি অধ্যাপক বিকিরণ বড়ুয়া, গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী, মোসলেহ উদ্দিন, মো. কামাল মিয়া, প্রধান শিক্ষক তপন কুমার মহাজন, তড়িত কান্তি বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন প্রকৌশল অধিদপ্তর সহকারী ইঞ্জিনিয়ার তফাজ্জল হক, সোলেমান মাস্টার, এস এম কামাল উদ্দিন, খোরশেদুল আলম জিকু, ইঞ্জিনিয়ার মো. ইলিয়াছ, মো. দুলাল, স্কুল শিক্ষক তসলিমা আকতার চৌধুরী, ফরিদ মিয়া, সৈয়দা রাসেদা খানম, মাওলানা শফিউল আজগর, ওমরাতুল ফেরদৌস, সাইদুল ইসলাম, রুপা আকতার, কাউছারুল আলম, কাইচার হামিদ, মো. আজাদ, মো. ইকবাল, মো. আমান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে গুণীজন, কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবকদের সম্মামনা ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জিসান বিন মাজেদ। এরপর প্রধান অতিথি স্কুলের জরাজীর্ণ প্রতিষ্ঠা লগ্নের পুরাতন ভবন পরিদর্শ করে সেখানে সরকারিভাবে একটি ৪ তলা ভবন করার আশ্বাস দেন। এছাড়া স্কুলের জন্যে আসবাবপত্র ও খেলাধুলার সরঞ্জাম প্রদানের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।