রাউজানে হত্যা মামলা আসামি সন্ত্রাসী কলা কাদের গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদলকর্মী কমর উদ্দিন জিতু হত্যা মামলা অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুল কাদের ওরফে কলা কাদের (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

রবিবার (৯ আগস্ট) ফটিকছড়ি উপজেলার সমিতির হাট থেকে গ্রেপ্তার করে রাতে রাউজান থানায় সোপর্দ করা হয় তাকে। কাদের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৬ নাম্বার ওয়ার্ডের গর্জনীয়া গ্রামের মৃত জেবল আহমেদদের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, কলা কাদের রাউজানের শীর্ষ সন্ত্রাসীদের একজন। ০৫ আগস্ট পরবর্তী রাউজান এসে এলাকার অনেক মানুষকে কুপিয়ে এবং ছুরিঘাত করে আহত করেছেন। এছাড়া যুবদলকর্মী কমর উদ্দিন জিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-০৭ এর একটি চৌকশ দল। আগামীকাল (আজ সোমবার) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে পাইপ ফেটে শ্রমিক দ্বগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি