রাউজান উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, যুবশক্তি হচ্ছে সমাজের বড় শক্তি। তারাই পারে অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করার কাজে অবদান রাখতে। প্রতিটি দুর্যোগে যুবকরাই এগিয়ে আসে স্বেচ্ছাশ্রমে। যুগে যুগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তারা এর প্রমাণ দিয়ে আসছে।
উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ–ই–জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। সভায় উপজেলার নিবন্ধিত যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন ।