রাউজানে তুহিন নাথ (১৪) নামে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সুরঙ্গ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তুহিন নাথ ওই এলাকার সুজন বড়ুয়া ও বিনা নাথের পুত্র, রাউজান উপজেলার সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র।
স্বজনদের দাবি, তুহিন ঘরের বীমের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কেন সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ মুখ খুলেননি।
প্রত্যক্ষদশীদের মতে, মৃত কিশোরের শরীরে কোনো আত্মহত্যার আলামত দেখা যায়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা আসলে বিস্তারিত জানা যাবে।