রাউজানে স্কুলমাঠের গ্যালারিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

রাউজান প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

রাউজান আর আর এসি সরকারি মডেল হাই স্কুলের মাঠের গ্যালারিতে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, লোকটি দিনমজুর। অসুস্থ হয়ে মাঠের গ্যালারিতে অবস্থান নিয়েছিলেন। গতকাল ভোরে অথবা রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মৃতদেহের সাথে থাকা একটি পুটলীতে কিছু টাকা ও চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র পাওয়া গেছে। তাতে রোগীর নাম লেখা মিলন বিশ্বাস। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর তারেক সোলেমানের জানাজায় মানুষের ঢল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যুদয় ও ক্রান্তিকালে জিয়ার ভূমিকা অবিস্মরণীয়